নিয়তির এক নিঠুর খেলায়
পরেছি আমি রঙিন মেলায়।
ধুলোর মাঝে দেহ জাগে,
স্বপ্ন ভাঙে, স্বপ্ন লাগে।
কখনো হাসি, কখনো ক্রন্দন,
সঙ্গী তবু নিয়তির বন্ধন।
জীবন মানে এক লুকোচুরি,
ভালোবাসা আর ব্যথার সুরি।
রঙের ফাঁদে বাঁধা জীবন,
আলো-ছায়ায় বোনা স্বপ্নখান।
এখানে হারানো আর পাওয়া,
নিয়তির ছন্দে জীবন গাওয়া।