বন্ধুত্ত যেন পূর্ণিমার আলো,
ছায়া  দিত এসে দুঃখের পালে,
যা বলার ছিল, তা না বলায়,
বন্ধুত্ব মলিন, হৃদয়ে জ্বালায়।

শব্দগুলো থেমে ছিল জিহ্বার কাছে,
ভয় হয় যদি ভুল বোজে পাছে।
তবু চুপে চুপে কাটল সময়,
বাঁধনগুলো ভাঙল অচেনা স্রোতলয়।

বলার সাহস হারিয়ে ফেলি,
মনের গভীরে অশ্রু ঢালি।
বন্ধুত্ত কি তবে রইল অমল?
না, তা হলো স্রোতের টানে বদল।

তাই তো ভাবি, বলা ছিল শ্রেয়,
মনের কথা মনে মনে রেখে
ধুলির আবরনে গেল সব মুছে,
এখন মনে হল,আমার ষোল আনাই মিছে।