বয়স আমার পঁচিশ
জীবনের পালে পাই না কোন দিক
কিছু স্বপ্ন হয়েছে পূরণ
তার মধ্যে পড়াশোনা করা
হয়েছে আমার স্বপ্ন সাধন।
পড়াশোনা হয়েছে সাধন
মনের সাধন হয় নি
পুঁথিগত বিদ্যা ছাড়া
মাথায় কিছু নেই নি।
চাকরি র ক্ষেত্রে পুঁথি গুলো
তেমন কোন কাজে আসে নি
কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা
আগে কেন বুঝি নি?