বিদেশের টানে যখন মেধা পাড়ি দেয়,
দেশের বুক খালি হয়ে বিষাদের গল্প লেখা হয়,
প্রশ্ন ওঠে বাতাসে, কেন এমন হয়?
কেন মেধার ফুলগুলো বিদেশে গিয়ে রয়?
শিক্ষা, শ্রম, সৃজনশীলতা ফেলে যায় পিছনে,
স্বপ্নগুলো ভেঙে পড়ে ধুলো মাখা মিছিলে।
যাদের দিয়ে হতো জয়, উন্নতির পথে,
তারা দূরে হারায় আজ অজানা কোন ক্ষণে।
তবে কি সব শেষ? থামবে কি এই ক্ষতি?
উত্তর খুঁজে পাব যদি খুলি নতুন পাতি।
দেশের মাটিতে সৃজনের বীজ করি বপন,
তবেই আসবে ফসল, ঘটবে নব বিপ্লবন।
তৈরি হোক কর্মক্ষেত্র, গবেষণার মাটি,
যেখানে মেধা রবে, থাকবে না কষ্টের ঝাঁটি।
চাকরির সম্ভাবনা, বেতনের উল্লাস,
মেধা ধরে রাখবে, করবে সবার বিশ্বাস।
ফিরে আসবে প্রবাসী, নব উদ্যমে ভরা,
তাদের জন্য দেশে হোক সম্ভাবনার ডালা।
নতুন স্বপ্নে গড়া এক প্রিয় মাতৃভূমি,
যেখানে মেধার বীজ রবে, থাকবে সব সুদৃঢ় ভূমি।
তখনই থামবে ক্ষতি, মেধা হবে ধন,
দেশের মাটিতে জ্বলবে প্রজ্বলিত প্রণ।
মেধাপাচার হবে না দূরে, হবে নতুন ভোর,
দেশের সাথে থাকবে মেধা, মিলবে সবার সুর।