কষ্টের গাছে সুখের ফুল ফোটে,
সময়ের সঙ্গে সবই রূপ পালটে,
যা একদিন ছিলো বিষাদে ভরা,
সে-ই একদিন আনন্দে পরিণত হয় সারা।
বেদনার বুকে জমে সুখের দানা,
মেঘের আড়ালে সূর্য হাসে আনা,
কালের ধাপে ধাপে সবই বদলায়,
কষ্টের শেষে সুখের জোয়ারে ভাসায়।
যা আজকে ব্যথা, কাল সে স্মৃতি,
সময় তাকে রাঙায় মধুর প্রীতি,
আঁধার পেরিয়ে আসে রঙিন প্রহর,
সব ব্যথা যেন একদিন হয় স্নিগ্ধ ঊষর।
জীবনের পথে এই চিরন্তন খেলা,
কষ্টের রেশে সুখের মেলা,
সময় সব কষ্টকে আলিঙ্গন করে,
ফিরে আসে সুখ নতুন সাজে মরে।
তাই কষ্টকে ভয় নয়, বুকে রাখা,
যেমন রাত শেষে সূর্য ওঠে পাখা,
যে দুঃখে গড়া, সে সুখেই ধোয়া,
সময়ের সঙ্গে সবই সুন্দরতর হওয়া।