ভয় নাই,জন্ম নিলে মরতে হবে
পরাজয় নাই,ভয় না পেলে।
পিছনে তাকানো র সময় নাই
যা হবার পরে হবে।
নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে
থাকতে হবে রাজপথে।
গণ সচেতনতাই পারে
নাগরিক অধিকার আ দায়ে।
সমস্যা সবাই দেখে, সমাধানে কারু হাত নাইরে
সমস্যা খুঁজে বের করতে হবে জনসম্মুখে
সমাধান অবশ্যই হবে।
এমন কোন সমস্যা পৃথিবীতে কী আছে?
নাই যার কোন সমাধান!
ভয় পেয়ে কোন লাভ নাই
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে
ভয় কে দূরে রেখে সমস্যা খুঁজে
সমাধান করতে হবে সবাই একসাথে।