ক্ষমতা পেলেই ভুলে যায় সবারে,
ভালোবাসা শুকায়,মন যেন মরেরে।
নেতা হয় মানুষ,মনুষ্যত্ব মরে,
জনগণ হারায়,বুকে শূন্য ভরে।

চেয়ারে বসে কেবল নিজেরই ভাবনা,
নেতা বুঝে না,কোথায় তার বাঁচনা।
ক্ষমতার নেশায় ভাসে অন্তর,
হারায় সে জনতা,কষ্টে ঝরে অশ্রু ধারা।

ক্ষমতা মোহে,মিথ্যা সুখের আঁধার,
মানবতা মরে যায়,স্বার্থে আনে ভার।
এ সুখ যে মিছে, বুঝে যায় শেষে,
জনগণ ছাড়া সে,পড়ে ছায়ার বেশে।