কেন বললে না তুমি?মনের কথা গোপনে,
মুহূর্তের খোঁজে তুমি, রইলে যে অন্ধকারে।
নিঃসঙ্গতার দংশনে, অশ্রু পড়ল যে চোখে,
হৃদয়ের ব্যথা অনুভবে, খুঁজেছি তোমার কাছে।

চুপ করে থাকলে তুমি, চাহনি ছিল অভিমান,
শব্দের রঙে লুকিয়ে, হৃদয়ে গড়ে না মান।
কতবার ডাকতে গেছি, অশ্রু হয়ে গেছি সজল,
শুধু কেন বললে না, মনের ব্যথার গোলকধাঁধল।

শুধু কথার অপেক্ষায়, দিন রাতের খেলায়,
ভুলে যাই, ভুলে যাই, অন্তরীক্ষের জেলায়।
তবুও মনে রাখবো, তুমি ছিলে পাশে আমার,
কেন বললে না তুমি, যখন ছিলে  আমার।