তোমরা কেউ কী কাটা লাশ দেখেছো?
দেখতে অনেক ভয়ানক লাগে,তাই নাহ?
লাশ যারা কাটে,তাদের কী ডোম বলে?
তাদের হৃদয়ে কোন মায়া নেই,তাই না?
লাশ টিকে কেটে ওরা কী করে?
কিডনি কেটে রেখে দেয় কী?
নাকি আরও কোন মূল্যবান কিছু আছে?
যখন মুখের দাঁত গুলো রেখে দেয়
দেখতে অনেক ভয়ানক লাগে তাই না?
মাথা টা কেন কাটে? কী আছে ওখানে?
ওরা এত নিষ্ঠুর হয় কিভাবে?
কী ভয়ানক দেখায়,ওরা কী দেখে না?
লাশটির আপন মানুষ দের দেখতে কেমন লাগে?
ওরা কী শেষ দেখা টা দু-চোখ ভরে দেখতে পারে?
আসলে ই কী দেখতে পারে? নাকি মুখ ফিরিয়ে নেয়?
ফিরিয়ে নেওয়া টা কী স্বাভাবিক নয়?
দেখতে যেয়ে যদি চিনতে ই না পারে
কিভাবে তারা তাকিয়ে রয়?