ক্বলবে গোনাহ যত জমে,
নয়নে অশ্রু হারায় সে জমে।
পাপের ভারে মন হয় কালো,
আল্লাহর নামেও লাগে ভয়ালো।
অশ্রু থাকে স্নিগ্ধ স্রোতে,
গোনাহ এলে সে শুকায় থমকে।
তওবার ডাক শোনে না মন,
পাপে ভরে যায় হৃদয়-অঙ্গন।
তওবা করো, মনকে ধুয়ে,
গোনাহর দাগ মুছে নিয়ে।
আল্লাহর পথে ফিরুক প্রাণ,
নয়নে ফিরে আসুক জলের বান।
গোনাহ থেকে নিজেকে রাখো দূরে,
অশ্রু ঝরে শান্তির সুরে।
তওবার আলো বুক ভরে,
আল্লাহর প্রেমেই শান্তি মেলে।