নিঃশব্দে থাকো, আঁধারে চেয়ো,
আলোর সন্ধান স্বপ্ন বুনো।
কাজ করে যাও, মনে রেখো,
গোপন রহস্য স্রষ্টা জানেন একমাত্র সেই তো।

সততার পথে, বাঁধা যদি আসে,
অটল থেকো তুমি, পাথরের পাশে।
হৃদয়ের ডাকে সাড়া দিয়ে যাও,
নিঃশব্দে কাজ, নিজে গড়ে যাও।

ঘুরে দাঁড়াও, সময়ের দিকেই,
সমাধান হয় সবই নিজ গতিতেই।
প্রমাণের ভার তোমার নয়,
ধৈর্য তোমার জয়ের শক্তি হয়।

চেয়ে দেখো শুধু, রবে চুপচাপ,
পথের ছায়ায় সত্য হয় আপনাপ।
বিশ্বাস রেখো আল্লাহর হাতে,
যা ঠিক তা আসবে নিজ চলাতে।