পোস্ট সংখ্যা পনের,প্রার্থী হল লাখ
বয়স আমাদের পঁচিশ থেকে ত্রিশ
স্বপ্ন দেখি হাজারে হাজার
পদ টা নয়তো কোন বিষয়
চাকরি টা যে খুব দরকার।
পরীক্ষা র দিন সকাল বেলা
হলে র সামনে ভাই ও বোনেরা
নয়ত কোনও নির্বাচনী মহড়া
শুধু মাত্র কর্মের সন্ধান করা।
মানুষ গুলোর মুখের অবয়ব
সুপ্ত অবস্থায় যেন মরে যাওয়া
বিকশিত হওয়ার আগে বুজি ঝড়ে যাওয়া।
এক জনে আর এক জনকে ভয় পাওয়া
জন্মগত ভাবে যেন শত্রু হওয়া
মলিন মুখে সবাই অপেক্ষায়
ওই পনের তে কী আমার হবে ঠাই?