বন্ধুদের সাথে স্বপ্ন গাঁথা,
পাহাড় ডাকে, নীলের ব্যথা।
হাওয়ার মায়ায় ছুটবো দূরে,
নদীর তীরে বসবো ঘুরে।
প্রতিশ্রুতি ছিল কত স্মৃতি,
সাথে হাঁটবো, নদীর ধারে
কিন্তু সময় দিল ফাঁকি,
বন্ধুত্বের বাঁধন নেই আজ।
কেউ দূরে, কেউ অচেনা,
স্বপ্নগুলো মিশে গেছে ধুলার বেলা।
তবু মনে রয়ে যায় আশা,
ফিরবে তারা, কেটে যাবে নিরাশা।
হয়তো একদিন আবারও মিলি,
ছুটবো দূর, পথের ঢেউ দুলিয়ে।
বন্ধুত্বের সুর বাজবে রঙ্গে,
অমল স্মৃতি রাখবো বুকে।