বোকা হতে চাই
যাতে সবই সহজ হয়ে যায়,
যেমন নদী বয় নিরবধি
স্বপ্নের পথে দিশা পায়।
চাই না জটিলতার ভার,
সরলতা হোক মোর সংসার,
বোকামিতে যদি মেলে শান্তি,
সেই তো হবে সেরা উপহার।
জ্ঞানীরা বলুক আপন কথা,
চতুরদের থাকুক জ্ঞানী মেলা,
আমি ভাসাবো সরলতার ভেলা,
সাদা মেঘের মতো ভাসবো বেলা অবেলা।
সুখ যদি মেলে সরল বোধে,
মুক্ত হবো সকল বোঝায়,
বোকা বলে হাসুক যারা,
তাদের হাসিতেও শান্তি খুঁজে পাওয়া।
বোকা হতে চাই সারাজীবন,
যাতে লোভে পা না বাড়াই,
বোকামির মাঝে খুঁজে পাই মুক্তি,
যেখানে দুঃখ-কষ্টের স্পর্শও না পাই।