ব্যস্ত দুনিয়া,নীরব শহর
যার যার কাজে ব্যস্ত সে নিজে
দুনিয়া তো একটাই সবাই সবার ভাবে।
দুনিয়াবি কাজে,সফল হতেই হবে
ছুটছে যে যার মত রাস্তা খুঁজে
কোলাহলের সময় সে হারায়ে।
সময় চলছে তো চলছে ই
থামবে না তো চলবে ই
শুধু থেমে যাবে সে নিজে।
থেমে যাবে সে যেদিন
তার পৃথিবী শেষ হবে সেদিন
রয়ে যাবে শুধু তার ব্যস্ততার কারন।