চাই না ব্যক্তিগত সম্পদের পাহাড়,
চাই কর্ম, তাতে জীবনের অধিকার।
কর্মের বিনিময়ে চাই ন্যায্য বাঁচা,
শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা হোক সবার আশা।

চাই মাথার উপর আশ্রয় এক স্থির,
ভাঙা ঘরে নয়, নিরাপদে মুক্তির পথের ফির।
চাই অন্ন, যা পূর্ণ করুক ক্ষুধার তৃষ্ণা,
এ জীবন হোক সম্মানের, শান্তির নিশ্বাসে ভরা।

চাই কর্মের ফল হোক সবার সমান,
আসুক শিক্ষার আলো, মুছুক সব অভিমান।
চিকিৎসা পাই যেন সবার জন্য মুক্ত,
এ জীবন হোক নির্ভয়ে, ত্যাগের পথে যুক্ত।

চাই না ধন, চাই না বাহিরের বিভা,
বস্ত্র, খাদ্য, আশ্রয় হোক জীবনের অধিকার সুধা।
এ স্বপ্নে গড়া সমাজে, কর্মই হোক সত্য,
সবার মাঝে সমান সুযোগে ফুটবে জীবন-মৃত্যু পর্যন্ত।"


"আরও চাই একটি সমাজ,
যেখানে নেই বৈষম্যের ভার,
কর্মই হোক শ্রেষ্ঠ পরিচয়,
তাতেই মিলুক সব অধিকার।

চাই শিক্ষা, আলো, মুক্তি সবার,
চাইনি ব্যক্তিগত সম্পদের সারি,
চাই শুধু মেধার পরিচর্যা,
আর সম্মানের অধিকার চিরকালীন ভারী।

স্বাস্থ্যের আলো জ্বালাতে চাই,
নাই থাকুক কোনো ফাঁক বা অভাব,
চিকিৎসা হোক সব মানুষের,
মুছে যাক সব বেদনার ছাপ।

অন্নের দাবি করবো না বেশি,
যতটুকু চাই ততটুকু মেলে,
বাসস্থানে থাকুক নিরাপত্তার ছোঁয়া,
যেখানে শান্তির নীড়ে জীবন ফেলে।

চাই না অযথা গৌরবের পালক,
চাই শুধু কর্মে মেলে মূল্য,
এ পৃথিবী হোক সবার জন্য সমান,
তাতেই গড়ে উঠবে এক মানবতার মূল।"


"আরও চাই গভীর মানবতার গান,
কর্মের বিনিময়ে মেলে যেন সবার সম্মান।
চাই না আলাদা সম্পদের ডালি,
চাই নাগরিকের সমান অধিকার খালি।

শিক্ষার আলো ছড়াক চারদিকে,
অন্ধকার দূর হোক জ্ঞানের পথ ধরে,
চাইনা শুধু নিজেরটা,
সবাই যেন মেলে মুক্তির দুয়ারে।