খুব সুন্দর করে আব্বা ডাক মেরে
টাকা লাগবে দাওনা।
একটু মুচকি হাসি মেরে,অত বেশি নাইরে
কত আছে বলো, অল্প কিছু হলেও চলবে
শার্ট নিয়ে আয় দেখি,ভাংচি কিছু আছে নাকি?
দশ টাকা হলেই চলবে ভাবছি
বিশ টাকা পেলে বড় খুশি
কম হলেও চালিয়ে নিয়েছি!
নাই কেন বল নি তুমি?
আশা ছিল বড় হয়ে,দিয়ে দিব সব
আজও দিইনি কিছু,শুধু আশায় থাকি
কত টাকা দিবে তুমি?
ইচ্ছে করে না আর নিতে
তবুও আশায় থাকি।
চাকরি করব আমি মাইনে পাব ভাল
তোমার জন্যে কিনব সাদা শার্ট
কিনব সাদা চেকার লুঙী।
সেই স্বপ্ন নিয়ে এখন রাত জেগে থাকি।
চাকরি তো সে সোনার হরিণ
পাই না খুঁজে খালি হাতে
আবার কি হাত পাততে হবে তোমার হাতে?
এত বড় সাহস নাই তো আমার
যাব তোমার কাছে।