রক্তের বাঁধন দিয়ে হয় আত্মীয় স্বজন
মধুর সে সম্পর্ক ধরে রেখো সারাক্ষণ
রক্তের টানে মায়ার টানে
আত্মীয়দের বাসায় করিও ভ্রমণ।
শুধু করিও না ভ্রমণ নিচ লোকের মতন
মাঝে মাঝে সবাইকে করিও নিমন্ত্রণ।
যোগাযোগ রেখো খোঁজ খবর নিও
তারা সবাই আছে কেমন?
আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক যার ভাল
দুনিয়াবি বিপদ আপদে সমাধান হবে
এই বিশ্বাস রেখো সব সময় মনে
রাখলে এই বিশ্বাস ভয় থাকবেনা তোমার মনে।
তাদের সাথে সম্পর্ক টা যদি হয় খারাপ
তোমার মত গরিব নেই তো কেও আর
মনে রেখো সবাই আত্মীয় স্বজন ছাড়া
ওপারের ঠিকানায় ও পাবে নাকো পার।i