আমরা কয়েক জন এখানে ওখানে
আড্ডা মেরে যাই সকলে
সুখে-দুঃখে আছি একসাথে
ছোট-বড় সবাই মিলে।
আমরা কয়ে কজন এখানে ওখানে
কাজ করি স্বপ্ন পূর নে
সন্ধ্যা হলেই আড্ডার বাগানে
হিন্দু-মুসলমান ভেদাভেদ নাইরে।
আমরা কয়েক জন এখানে ওখানে
ঝগড়া করি সকালে-বিকেলে
রাগ-গুস্যা ভুলে গিয়ে
বিদায় বেলায় সবাই হাসিমুখে।