দেশের আ নাচে-কোনাচে লুকিয়ে থাকা
ভাল মানুষ দের বলছি,বেরিয়ে এস তু মরা
সময় বেশি নেই,এখনই সময় তোমাদের
দেশটাকে গুছিয়ে দেয়ার,চলে এস সবাই।

পরিবর্তনের সময় এসেছে,হিসাব নি কাশের নয়
এস ঘর থেকে বাইরে,মুছে দাও সব কুসংস্কার।
চায়ের দোকা নে আড্ডা না দিয়ে,দেশটাকে নিয়ে ভাব।
এ জাতি তোমাদের অপেক্ষায়,চলে আস।

যুব সমাজ কে কাজে লাগাও,নয়তো পিছিয়ে যাবে দেশ
বর্তমানের যুব সমাজ, তাদের আছে শুধু হায়-হুতাশ।
একটু দাঁড়াও  তাদের পাশে,করুক ভাল কাজ।

দেশ টা তো তাদের হাতে যারা যুব সমাজ
বর্তমানে তারাই বিপদে পরে করে হায়-হুতাশ
কর্মের মধ্যে নিয়ে আস,নইলে হবে সব বিনাশ।