নতুন শিকল, নতুন বন্দী,
অফিসের কাঁচে লুকিয়ে কান্না,
সকাল থেকে রাত অবধি
বাধা জীবন, হারায় প্রাণ।
স্বপ্নের সিঁড়ি বলে একদিন
ছুটে চলার নাম চাকরী,
মাঝখানে খুঁজে মেলে কোথায়
হৃদয়ের মুক্তি, নিজের হাসি?
হাতের ঘড়ি বাঁধা সময়ে,
পায়ের নিচে মাটি নেই আর,
বেতন যেন মোহের ফাঁদে
ঘুরছি শুধু—নাই কোনো পার।
নেতা হলো বসের আদেশ,
আবেগ হলো ফাইলের বোঝা,
নিজের চাওয়া চাপা পড়ে,
আলো নেই, শুধুই আঁধার খোঁজা।
আধুনিক দাসত্বের এ পথ,
শরীরের শিকল নেই ঠিক,
তবু মনের কারাগারে,
স্বাধীনতা নিভে যায় ধীরে ধীরে।
তুমি বলো কাজের মর্যাদা,
আমি বলি, এইতো ফাঁকি—
দাসত্বেরই নতুন ছল,
নাম তার এখন—চাকরী!