বনের পাখি শোন এ মনের কথা-
শীতের সময় গান ঝরে তোর মুখে,
শীতের শেষে নিঝুম নীরবতা,
উধাও হয়ে থাকিস কল্পলোকে!
তোর সাথে যে নেইকো জানাশোনা
হৃদয় তবু বলে অনেক চেনা,
জানিনা কোন ফুলবাগানের পাখি
আমার বনে করে আনাগোনা!
ঘরে আমার শুধুই গুল্মলতা-
নেই এখানে পাকা ফলের ঘ্রাণ,
তবু কেন শীতের আগমনে
ক্ষণিক এসে শুনিয়ে যাস গান!
সুযোগ পেলেই জানি, আমি জানি-
ভালবাসার দিবি রে উস্কানি,
শীতের শেষে অন্য দূরবনে
হারিয়ে আমায় করবি রে হয়রানি!
বনের পাখি যায় না ঘরে বাঁধা-
খুললে দুয়ার পালাই সে দূরবনে;
তোকে দেখে তাই মনে হয় দ্বিধা-
কেমনে তোকে বাঁধি মনের কোণে!
-- রচনা, ১২ সেপ্টেম্বর ২০১৭
বনানী, ঢাকা।