এমনই জীর্ণ দশা বাঁশের সেতুর-
আপন সে দেহখানি বহিতে না পারে;
দু’ধারেতে দুই গাঁয়ে শত মজদুর,
দিবানিশি ছুটে তারা করম বিহারে;
থরে থরে কেঁপে ওঠে সেতুর শরীর,
সংশয়- ভেঙে পড়ে খালের গভীরে!
তবুও ভগন দেহে বয়েছে সে ধীর-
কত ভার; নর-নারী দেয় পারাবারে!  

দু’গাঁয়ের জনতার মধুর মিলন-
যুগ হতে যুগান্তর সেতুর আদলে;
আজি বড় জীর্ণ সব বাঁশের বাঁধন,
বয়সের ভারে ন্যুজ শেষের আকালে!
জীবন সায়াহ্নে তবু সুদৃঢ় আচার-
স্বভাব করেছে তারে অতীব উদার!  
 ১৮ জুলাই ২০১৭