আজকে আমার বিদায়কালে কে দিলি রে মালা?
আজকে কেন ফুলের অপচয়?
মালার তরে যেদিন আমার সাঙ্গ হলো বেলা
সেদিন তোমার পাইনি পরিচয়!
মরার আগে এ মন যখন, বাঁচার আশায় ছিল মগন
পাইনি খুঁজে তোমার মাঝে একটুও করুণা;
আজকে এমন নবরূপে, সুগন্ধি কে দিলো ধূপে!
মাল্য দিয়ে শোধিতে চায় বিবিধ বঞ্চনা!
পেতেছি হাত দ্বারে দ্বারে, কখনো কেউ চায়নি ফিরে-
যে দেখেছে সে দিয়েছে অশ্রাব্য ধিক্কার!
প্রতিবাদের পাইনি ভাষা, যা পেয়েছি- অলীক আশা,
দিবালোকেও গুহার মাঝে মলিন অন্ধকার!
যখন ওরা এলো তেড়ে, দস্যু সেজে নিল কেড়ে
ষোড়শী মোর নাবালিকা দুহিতার সম্ভ্রম;
তারাই তখন শর্ত বিনে প্রশাসনকে নিল কিনে-
সমাজপতি বাবুরা সব করে নম নম।
অগত্যা আর পথ না পেয়ে রেললাইনে গেলাম শুয়ে-
মা ও মেয়ের মৃত্যু দেখে উঠলে সবে জেগে!
আজকে বুঝি তাই সকলে ফুলের মালা নিলে তুলে-
এক মালাতেই সব ভোলাতে ছুটলে কি আবেগে!
-- রচনা, ৬ আগস্ট ২০১৭।