আজ আর ভাবনার সুযোগ না মেলে-
জীবনের চারিদিকে কাজের পাহাড়;
নানাবিধ চাহিদার বাড়ন্ত মুকুলে
নর-বৃক্ষ ব্যস্ত হয়ে যোগায় আহার।
সতত সমৃদ্ধি আর আকাঙ্ক্ষা অশেষ-
ঘড়ির কাঁটার সাথে করে আবর্তন
একটু একটু করে করে নিঃশেষ
জীবনের অবসর - সব বিনোদন।
এতটুকু অবসর আপনার তরে-
আত্ম-পরিশুদ্ধি আনে নিরব ভাবনা;
বিবিধ কাজের ভিড়ে এই সংসারে
আত্ম-উপলব্ধি তবু সহজে মেলে না।
অত্যধিক ব্যস্ততার হোক অবসান-
জীবন ও কর্মে থাক সাম্য অবস্থান।