প্রচুর মানুষ আছে চাঁদের মতন-
সূর্যের আলোয় শুধু হয় আলোকিত;
দূর হতে অধমের বিমুগ্ধ নয়ন
চাঁদের অলীক রূপে হয় পুলকিত!
অধরা প্রেয়সী ভাসে সুদুর গগনে-
প্রেমিকের মনে কত মধুর কল্পনা;
কবির কলমে আর সাহিত্য ভুবনে
মহা রূপসীর সাথে চাঁদের তুলনা!
অথচ চাঁদের নেই নিজস্ব আলোক-
সমস্ত গরিমা তার সবটুকু ঋণ;
নীরস জমিন, রুক্ষ, অগম্য ভূ-লোক,
নক্ষত্রের আলো বিনে অগ্রাহ্য মলিন।
এমনি অলীক বহু মানব চন্দ্রিমা
অধমের ধরণীতে কুড়ায় গরিমা।