সুবৃহৎ বনস্পতি পরিহাস ছলে
কহিল, ‘হে তৃণদল- ক্ষুদ্র অতি দীন,
এখন বোশেখ মাস, বর্ষা এলো বলে-
আগত বন্যায় যাবি তলিয়ে বিলীন।
তুচ্ছ তোরা, দেখে মোর জাগে সংশয়-
ক্ষীণ বরিষণে তোরা ডুবে যাস জলে;
গরু-ভেড়া-মহিষেরা হয় না সদয়-
সতত ভোজন করে, পায়ে দেয় ম'লে।
স্রষ্টাও তোদের প্রতি করে অবিচার-
অস্থায়ী জনম এত, কেমন তামাশা!
কোন পাপে কে বা জানে এমন আকার-
ক্ষুদ্র, অতি বেঁটে তোরা, এত দৈন্যদশা!'
সহসা কালবৈশাখী মহাশক্তি নিয়ে
দাম্ভিক বনস্পতির দিয়েছে লুটিয়ে।
-- রচনা, ১৯ সেপ্টেম্বর ২০১৭।
বনানী, ঢাকা।