জগতের মাঝে কত মানব মহান
যুগে যুগে রচিয়াছে কত জ্ঞান-বাণী,
কত মহাকীর্তি, কত মানব কল্যাণ
সাধন করিয়া তাঁরা হলো মহাগুণী।
গরিমা মিলেছে কারো আসমানসম-
বিত্ত-বৈভব, রতন, মাণিক্য-কাঞ্চন;
কেউ বা অভুক্ত, কেউ শোষিত জখম-
কারায় ফাঁসিতে দিল আত্ম-বিসর্জন।
তবুও দণ্ডের ভয়ে থামেনি কলম,
জ্ঞানের আবাদ আর সাহসী বিপ্লব।
মাণিক্য-কাঞ্চন আর সুখ্যাতি-সম্ভ্রম
প্রাপ্তির আশায় তাঁরা হয়নি নীরব।
মানব কল্যাণ তরে অদম্য সাধনা
হাজারো প্রাণের হোক সতত বাসনা।
-- রচনা, ২ আগস্ট ২০১৭।