সেদিন দুয়ারে তুমি এসেছিলে হেসে,
দিয়েছিলে ফুলখানি মিছে ভালবেসে;
ফুলের সুবাসে এই অন্তর-কানন-
সুরভিত-বিহ্বলিত; নানা আয়োজন
চলে চিত্তে-অন্তঃপুরে উৎসবযজ্ঞ;
বিবিধ বিচিত্র স্বপ্ন, পুলকিত রঙ্গ
হৃদয় মাতায়, আর মননে বিহঙ্গ-
ঝাঁপটায় ডানা, আনে প্রেম অনুষঙ্গ!
বহুবিধ উদ্দীপনা আন্ত-চঞ্চলতা
সহসা থামিল শুনে তোমার বারতা-
‘সে ছিল যে বেখেয়ালী ক্ষণিক পিরীতি,
সেই কবে ভুলে গেছি সকল সে স্মৃতি!’
ব্যথিত হৃদয় ভেঙে হয়েছে চৌচির-
সেখানে তোমায় তবু খুঁজেছি অধীর!