ঘন বর্ষণে কোন জরুরি কারণে
বন্ধুযুগল এক ব্যস্ত মননে
চলিতেছে পথ- ভরাট কাঁদা,
একজনে ধরিয়াছে ছোট এক ছাতা।
যাবে তারা দূরে স্বর্গ মন্দিরে,
শর্ত- সেথায় যাবে শুষ্ক শরীরে!
উভয়ের আগে ছিল ঠিক জানা-
ছিল ছাতা- তবে ছোট, একখানা।
এমনি ছোট্ট সে ছাতা-
একসাথে আঁটেনা দুই মাথা!
আনজনে তাই খালি হাতে
মাথা ঢাকে, চায়না ভিজিতে।
কিছুক্ষণ পর ছাতা নেই যার
দেখে- আপনি ভিজে একাকার!
এবার নিজের পালা ছাতা ধরিবার-
আনজনে করুক হাতের ব্যবহার ।
এভাবে দু’জন চক্রাকারে
যার যার মাথা ঢাকে পালা করে।
একদা পথের হলো শেষ-
দুজনে দেখে- দুজনেই ভিজে শেষ!
এ কি বেহাল!- দু'জন ভাবে বারবার-
জুতসই হলোনা ছাতার ব্যবহার।
একজনে ছাতা করলে উৎসর্গ
একজনে অন্তত দেখিত সে স্বর্গ!
রচনা ২৫ জুলাই ২০১৭।