আজি বড় অশান্তি মনে।
কেন তারে খুঁজিয়াছি কাননে কাননে!
যে কুসুম ঝরে গেছে পচিয়াছে তা-
কেন তার শোকে কেঁদে মরেছি বৃথা!
ঝরা ফুল বৃন্তে ফোটে কি আবার?
তবুও এমনতর মায়ার বিচার-
হৃদয় গভীরে বেঁচে মরণ যাহার,
একবার মরে গিয়ে বাঁচে শতবার!
পরশ তাঁহার কভু নাহি মেলে আর,
শুধু দৃষ্টিতে দেয় মায়াবী আকার,
সদা আঁখিপাতে রয় শয়নে স্বপনে-
আজি বড় অশান্তি মনে।
আজি বড় অশান্তি মনে।
কেন তারে খুঁজিয়াছি পবনে পবনে!
বহমান পবনের এমনি আচার-
সদা ধূলি বহিতেছে এপার-ওপার,
ফুলের সুরভি সেথা নিমিষে হারায়,
বিদায়ের পরে তবু আবেশ ছড়ায়;
সে আবেশ শুভ্রতা আনে এ মননে-
আজি বড় অশান্তি মনে।
আজি বড় অশান্তি মনে।
মেঘের আড়ালে চাঁদ খুঁজেছি গগনে!
ঘন জলদের ফাঁকে বিজলির রেখা;
চাঁদের আলোকসম আলোর দেখা।
সব আলো দেয় নাকো চাঁদের প্রভা,
বিজলি কি হয় কভু লোচনলোভা?
আতংক এনে দেয় নয়নে, মননে।
তবু বিজলিতে খুঁজি চন্দ্র গগনে-
আজি বড় অশান্তি মনে।
আজি বড় অশান্তি মনে।
-- ৩১ জুলাই ২০১৭।