দিনদুপুরে মায়ানমারে হচ্ছে মানুষ খুন
খুন করাটাই যেন সেথায় নেতৃত্বের গুণ;
ছন্নছাড়া রোহিঙ্গারা সংখ্যালঘু বলে
গরিষ্ঠরা করে তাড়া সরকারি কৌশলে;
কসাই সেজে বেজায় মজে রোহিঙ্গা কোপায়-
যেন ওরা ছাগল-ভেড়া, গরিষ্ঠরা খায়!
সত্য এসে বলে হেসে ভ্রান্তি এতে নাই-
ক্রুদ্ধ মানুষ হারিয়ে হুশ নরমাংস খায়!
সদলবলে ক্ষীপ্ত হলে শুধুই বাড়ে ক্রোধ-
মনুষ্যত্ব হয় লুপ্ত- হিংস্র নির্বোধ!
সেনাবাহিনীর ভুল কাহিনী শোনে বিশ্ববাসী-
রোহিঙ্গারা জংগী ভরা সন্ত্রাসীর মাসি!
নির্বিচারে মানুষ মারে সরকারি বাহিনী
বিশ্ববাসীর শোনায় নীতির অলীক সে কাহিনী।
বিশ্বজনে সেসব শুনে থাকে চুপটি করে-
কেন অযথা দামী কথা দান করি কাতরে!
পরের ব্যথা ভাবার নেতা হারিয়েছে কাল,
সু চি’র মত নেতারা তো ক্ষমতার কাঙাল!
ক্ষমতার গুড় বড় মধুর- সদাই নেতার জিভে;
নক্ষত্র থাকে অক্ষত, মোমবাতি যায় নিভে!
-- রচনা, ৯ সেপ্টেম্বর ২০১৭।
বনানী, ঢাকা।