মরণের পরে আর খুঁজিব না তাঁরে
এ কথাটি সেও জানে ঠিক;
তবুও বিদায়বেলা কেন বারে বারে
আঁখিপাতে বারি চিকচিক!
কোন সে বাঁধন আজ বিদায় বেলায়-
সতত কাঁদন দিয়ে কফিন ভাসায়!
ফুলের শ্রদ্ধা হতে চোখের পানি-
প্রশান্তি দেয় বেশী, দুঃখ আনি’!
কফিনে ঘুমায়ে শুধু ভাবি মনে মনে
মরণের পরে কেহ না রহে স্মরণে-
তবুও স্বজন কেন অধমের মত,
হৃদয় ক্ষরিত করে অবোধ কারণে!
মরণের পরে আর খুঁজিব না তাঁরে,
তবু মমতার ঢেউ মরমে মরমে-
সব দায় ঠেলে দিয়ে ঘরণীর দ্বারে,
লুকায় কফিনে যেন গোপনে শরমে!
-- রচনা, ২৭ আগস্ট ২০১৭।
বনানী, ঢাকা।