ধুর ধুর ধুর,
আমায় এনেছ তুমি কোন মধুপুর!
একেলা বিজনে আমি এ কোন সুদূর!
প্রবাস জীবন সে তো বড়ই বিধুর।
মধুকর মধুলোভে যায় দূর বনে-
যতই যাক না দূরে, তবু ফেরে ঘরে,
আপন প্রকোষ্ঠখানি ভরে মধু এনে,
আপন সাথীর সনে রয় অন্তঃপুরে-
আপন আলয় ত্যাগী হয়না নিঠুর।
ধুর ধুর ধুর,
আমায় এনেছ তুমি কোন সে সুদূর!
আহারের খোঁজে দূরে যায় পিপীলিকা-
আপন নিবাস তবু যায় না সে ভুলে।
সাগরের ঢেউ যত সুদূরেতে দেখা-
সকলি আছড়ে পড়ে সাগরের কূলে!
আপন নিলয় ছেড়ে কে বা যায় দূর!
ধুর ধুর ধুর,
প্রবাস জীবন সে তো বড়ই বিধুর!
রচনা, ২০ জুলাই ২০১৭।