স্বপ্ন অনেক বুকে এঁটে
চলেছি পথ হেঁটে হেঁটে-
মনের ভেতর সমৃদ্ধির বিবিধ কল্পনা।
একটু যেতেই পথের পাশে
ভিখারি এক আছে বসে-
চোখে-মুখে ক্ষুধাতুর বিবিধ যন্ত্রণা।
অনাথ ছেলে ওই পাড়েতে
আবর্জনার ভাগাড়েতে
উচ্ছিষ্ট যাচ্ছে খুঁজে ময়লা ঘেঁটে ঘেঁটে;
তারই পাশে কুকুরগুলো
শুঁকছে মাটি-শুঁকছে ধুলো,
একই ভাবে পলিথিনটা যাচ্ছে চেটে চেটে!
সমুখ যেতেই পথের ধারে
রেস্তোরাঁ এক কাঁচের ঘরে-
বিলাসীরা খায় বিরানি উচ্ছ্বসিত মনে;
বাস্তুহারা বৃদ্ধ নারী
দিন-রজনী নয় আহারী-
ফ্যালফেলিয়ে রয় তাকিয়ে ভোজনকারীর পানে।
এই ধারেতে বাক্স হাতে
ঝালমুড়ি কে বেচে রাতে-
দৌড়ে গিয়ে দীন বুড়ীর দিলো মুড়ির ঠোঙা;
হটাৎ আমার স্বপ্নগুলো
ভিন্নরূপে আবার এলো-
'সমৃদ্ধির ঊর্ধ্বে ভাসে মানবতার ডোঙা!'
-- রচনা, ২১ সেপ্টেম্বর ২০১৭।