আমার হিয়ার মাঝে কে নিয়েছে ঠাঁই-
যতবার ডাকি তাঁরে ফিরে ও না চায়!
পরভূমে দাঁড়িয়েছে- অনড় উদ্ধত;
আপন গৌরবে শির রাখে উন্নত।
জনমে বৃক্ষ যেমন ভূমির উপর-
ভূমিরস শুষে নেয় আজীবন ভোর,
শিকড়ে বিদীর্ণ করে সে ভূমির বক্ষ;
এই পরগাছা ঠিক তেমনই দক্ষ!
‘কোন পরগাছা তুমি, নির্লজ্জ বেহায়া’-
যত ভর্ৎসনা করি শোনে না সে তাহা!
হিমালয়ের মত সে রয়েছে দাঁড়ায়-
হটাবার কোন সাধ্য এ আমার নাই!
অনেক মিনতি শেষে বলিল সে হেসে-
‘আপনার কল্পলোক আছে এই বেশে
বৃথা তাঁরে সরাবারে হয়েছ ব্যাকুল-
আম্র হয় না কভু- না হলে মুকুল।
যে মুকুল ফুটেছে ও মননে-হিয়ায়
একবার দিলে যারে হিয়ামাঝে ঠাঁই;
সে মুকুল পুষ্ট হয়ে প্রেয়সীর আদলে-
চিরস্থায়ী নিল ঠাঁই ওই হিয়াতলে।'
হৃদয়ে যে প্রেয়সীর অনড় শয়ন-
কভুও সে অন্যত্রে করেনা গমন!
-- রচনা, ১৯ আগস্ট ২০১৭