বাহিরে আমার দেখেছ যাহা এ নহে সকল খাঁটি,
ভেতরে অনেক কালিমা জমেছে, বাহিরেতে পরিপাটি।
সুন্দর মুখ, সুন্দর চুল, মনোহরা জামা গায়ে-
আরো সুন্দর স্মিত হাসি, সুন্দর জুতা পায়ে।
সুন্দরের এই অন্তরালে কত যে ময়লা জমা
মুক্ত হলে ধরার মেয়র করিবে না জানি ক্ষমা।
জনম ভরে কুড়িয়েছি শুধু সস্তা পথের ধুলো-
সস্তা আয়ের পথের পানে ছুটেছি কর্মভুলো।
ভুলেছি নিয়মনীতির বাণী, ভেঙেছি ধর্মবেড়ি,
সস্তা অর্থ যেখানে দেখেছি- নিয়েছি তা কাড়িকাড়ি।
বিস্তর চাওয়া সস্তায় পাওয়া তাই সুন্দর রূপ!
গায়ে গতরে যারা খেটে মরে তারা সব বেয়াকুব।
হীণ লালসায় করি সঞ্চয় অপরের সম্পদ,
কূসম্পদের আতিশয্যে দিনভোর গিলি মদ।
আজ জীবনের অন্তিমক্ষণে মনে হয় সবি মিছে,
ভুল করে শুধু ছুটেছি অধম যত কালিমার পিছে।
মরণের পর এই সংসার রবে নাকো আপনার-
কফিনের সাথী হবে কালিমা, পীড়িতের ধিক্কার!




## মোবাইলে লেখা, বানান ভুলের জন্য দুঃখিত।