শোন বাবা, বিদায়কালে
জানিনা কি তোদের ভালে-
সংসারে বিচিত্র নানান ধকল;
কচি ছেলেমেয়ে তোরা,
অনুদার এই বসুন্ধরা,
অনিশ্চিত ভবিষ্যৎ-শংকা অনর্গল!
জীবনের ঘাটে ঘাটে
কত না আপদ জোটে,
অ-প্রত্যাশিত কত কঠিন সময়;
নেউলে নেউলে রোষ,
ভাইয়ে ভাইয়ে অসন্তোষ-
স্বীয় স্বার্থে সংসার সংঘাতময়!
আঙুলেরা একসাথে
বাঁধা আছে এক হাতে,
সে হাত হারালে তারা হয় ছিন্ন;
আজ তোরা একসাথে
ভাত খাস এক পাতে,
এ আমার অগোচরে হবে ভিন্ন!
কেমনে একজোট র’বি,
আপদ সামাল দিবি-
সেই ভাবনায় ভুলে ছিলাম মরণ;
আজি এ অন্তিম ক্ষণে
এ মিনতি আঁট পণে
‘সতত অটুট রবে ভ্রাতৃত্ব-বন্ধন’।
-- রচনা, ২৪ আগস্ট ২০১৭।
বনানী, ঢাকা