নবীন উদ্ভিদ আর নানা অণুজীব-
মৃত্তিকায় জন্ম নেয়-সরস জমিনে;
ধরণীর পরে যত প্রাণের সঞ্জীব’-
সকলি সার্থক এই ভূরসী বিপিনে।
নানাবিধ খাদ্যকণা জন্মে এ ভূতলে-
জীবিকার নানা শস্য, বিবিধ ফসল;
উর্বরা মৃত্তিকা যেন ঈশ্বরের ছলে
যুগে যুগে বাঁচিয়েছে মানব সকল।
নর সভ্যতার তবু অনায্য বিচার-
চারিদিকে গড়িয়াছে বহু ইটভাটা;
উর্বর মাটির দেয় ইটের আকার-
অনলে দহিত করে, শুষ্ক-রসছাটা!
ইটের ভাটার এই নির্দয় দহনে-
মৃত্তিকা শুকিয়ে মরে নিষ্প্রাণ ভুবনে!
-- রচনা, ৬ সেপ্টেম্বর ২০১৭
বনানী, ঢাকা।