জনমান্ধ মানুষেরা দেখেনি এ ধরা,
দেখেনি সবুজবাগ, আর রক্তরাগ;
দেখেনি আকাশভরা নক্ষত্র ও তারা,
গোধূলির অস্তরাগ-সোনালী সোহাগ!
মুখরিত ধরিত্রীর বিচিত্র লাবণ্য-
জনমান্ধ মানুষেরা পায় না সে স্বাদ;
স্বজনের মায়াবিনী বদনের চিহ্ন
নয়নে দেয় না ধরা-মননে বিষাদ!
  
জনমান্ধ মানুষের এমনি বঞ্চনা
হৃদয় ক্ষরিত করে প্রত্যহ নিভৃতে;
পুনশ্চ তাঁদের তরে মেলে যে সান্ত্বনা-
ধরার কালিমা যবে ভাসে নয়নেতে।  
জনমান্ধ মানুষের বড় আশীর্বাদ-
ধরণীর কলঙ্কের মেলে না সাক্ষাৎ!