উতলা এ উপকূলে বাঁশের কুটির-
তটিনী প্রমত্ত অতি, উত্তাল অধীর;
ওপারেতে খরস্রোতে ভেঙে পড়ে তীর-
সভয়ে তটস্থ-ভীত নগণ্য কুটির!
আজীবন আবছায়ে নিরিখে প্রবল-
প্রমত্ত তটিনী ভরা তরঙ্গের ঢল
সমুখের ধানক্ষেত, শতশত ঘর
প্রবল ভাঙনে সব ভাঙে থরেথর।
ঘনায়ে এসেছে বুঝি কুটিরের পালা,
অপেক্ষার অবসান হবে এই বেলা!
করুণ নয়নে তবু বাঁচার আকুতি-
যদি মায়া ছুঁয়ে দেয় তটিনীর মতি!
প্রমত্ত তটিনী তবু হলোনা সদয়-
নিমিষে কুটিরখানি দিল যে ভাসায়!
১৩ জুলাই ২০১৭