ব্রহ্মাণ্ড বিরাট বড়- নাই রে সীমা নাই,
জানি না কে আছে বসে তাহার সীমানায়।
নিরাকার ওই বাতাস-ধূলো
যে জন মহান জন্ম দিলো
সে জন যদি হয় নিরাকার, রবে কি সংশয়?
জানি না কে আছে বসে ধূলোর কণিকায়!
সূর্যি হতে আলোর রশ্মি আসে রাশিরাশি,
রাতের বেলা আলোক-জ্বালা আকাশপারে শশী;
নিরাকার এই সোনার আলো
যে জন মহান জন্ম দিলো
সে জন যদি হয় নিরাকার, রবে কি সংশয়?
জানিনা কে আছে বসে আলোর কণিকায়!
প্রাণির মাঝে কেউ বা চতুর কেউ বা বোকাসোকা,
মানুষ কেহ বিজ্ঞ, কেহ অজ্ঞ- অবুঝ পোকা!
মানুষের যা বুদ্ধি আছে
মানুষ শুধু সেটাই বোঝে,
প্রাণীর মতই বুদ্ধির তার রয়েছে সীমানা;
তাই অবুঝে পাইনা খুঁজে স্রষ্টার ঠিকানা!