ভাগাড়ে সোনালি মোড়কে
মোড়ানো দুগ্ধ কৌটা
টানাহ্যাঁচড়ায় ব্যস্ত কিছু কুকুর।
লালা ঝরে পড়ে কাকের,
ডালে বসে আকাশ পানে চাতক,
ধামে মালা হাতে বাঘের মাসি,
উড়ে বেড়ায় অসংখ্য চড়ুই,
বীরদর্পে শিকার করে বনের রাজা।
লাশ নেই কিন্তু আকাশে শকুন,
ক্ষুধা পেটেও বানরের নাচানাচি।
উপেক্ষিত হওয়ার পরেও
লাল লিপস্টিক হাতে কিছু প্রেমিক,
স্বার্থ হাসিলে বন্দুক উঁচিয়ে কিছু উগ্রবাদী।
কিন্তু কোথাও দেখা মেলেনি সুশীলের,
শুনেছি, সুশীল নাকি এখন ঐ ভাগাড়ে
টানাহ্যাঁচড়াকারীদের মধ্যস্থতাকারী।