শংসাপত্রে জমা থাকে,
প্রেমিকাকে না দেওয়া কত-শত বিভাবরী
শতশত নিশিভোর, হাজারো মধ্যাহ্ন,
টোলপড়া প্রেমিকার বদন না দেখা অগণিত বিকেল,
বাবা-মায়ের আশা আকাঙ্ক্ষার মৃঙ্গধর।
অর্জিত শংসাপত্রে গচ্ছিত পুরনো আলমারি,
জেবে পুরে ঘুরে-ফিরে শংসাপত্রের প্রতিলিপি।
মনের তল্লাটে বাসা বেঁধে আছে দাসত্ব!
শংসাপত্র অর্জিত হয় দাসত্বের জন্য,
যাদের শংসাপত্র নেই তাঁরাই মূলত স্বাধীন।