"" দাবার গুটি""

মহীপতি আসে আবার চলে যায়
দাবার মতোই সীমাবদ্ধ মহীপতির কুরসি
উপর নিচ কিংবা ডানে বামে,
ক্ষ্যাপাটে ঘোড়ার দৌড়, মন্ত্রী মশাইয়ের চাল
আর বুর্জোয়ার কলাকৌশলে
সাম্রাজ্য রক্ষায় আত্মাহুতি দেয়
অবিমৃষ্যকারী পদাতিক সৈন্যদল।
তবুও আমার জঠরে প্রজ্বলিত
আগ্নেয়গিরি নিভে না,
ঘনীভূত হয় ভয় গোটা শরীর জুড়ে!
ক্ষুধার্ত পেটে গগনবিদারী আর্তনাদে
আছড়ে পড়ে বৃষ্টি হয়ে।
অভিমানী চাঁদ লুকিয়ে থাকে মেঘের আড়ালে
তাঁরা গুলো মিটমিট করে আলো দেয়
কিন্তু কারো দৃষ্টিগোচর হয় না।
আমি কিংবা তুমি আর নেই
আমরা এখন সেই দাবার সৈন্যদল।