ঠোঁটে বসতি গেড়েছে আকাশ সম আফসোস!
বিষাদের ছাড়া গুলো রূপ নিয়েছে আমাজনে ;
কুন্ডুলি পাকিয়ে ঘুমিয়ে আছে এনাকোন্ডা,
আদিবাসীদের তীরের আক্রমণের ভয়ে।
বক্ষে শায়িত আছে ঘুমন্ত আগ্নেয়গিরি!
গড়িয়ে পড়া লাভা গুলো এখনো গনগনে,
বিস্ফোরিত হয়ে পুড়তে পারে তোমাদের সাম্রাজ্য।  
দ্যুলোকে কক্ষপথ বিচ্যুত কিছু উল্কা পিণ্ড
ধেয়ে আসছে তোমাদের গড়ে তোলা সাম্রাজ্যে,
আঘাত হানতে পারে কক্ষ দ্বারে।  
পথ রোধ করে আছে কিছু নেড়িকুত্তা,
নেড়িকুত্তার লেজে ঘি মালিশে ব্যস্ত কিছু শাখামৃগ।
একমাত্র আমিই মুখভর্তি থুতু নিয়ে দাঁড়িয়েছি,
জানি; ঘেউঘেউ করা কুত্তাকে থুতু দিলে
থুতু চাটতে থুতুর কাছে এসেই দাঁড়িয়ে যায়।