চোখে জমে থাকা মেঘগুলো এখন বর্ষনে অক্ষম!
শরীরে পুষে রাখা মরুভূমি ফসল ফলাতে ব্যর্থ!
ঠোঁটে এঁটে রাখা যন্ত্রণার কফিন দাফন হয়নি আজও!
স্বপ্ন গুলো প্রজাপতি হয়ে উড়ে গিয়ে বসে আছে মগডালে!
মনে লালন কৃত আশা গুলোর হয়েছে সলিল সমাধি ;
ভরসার সাগরে হাবুডুবু খাচ্ছে অবিশ্বাস!
হিংস্রতার এখন যৌবনকাল কিংবা  যৌবনারম্ভ!
সততার অর্ধ গলিত লাশে ভনভন করছে মাছি!
মঞ্চ থেকে উচ্চ স্বরে ভেসে আসছে মায়া কান্না।
মানুষ হয়ে জন্মানোর ইচ্ছে টা মরে গিয়েছিল অনেক আগেই ;
জন্মাতে চেয়েছিলাম দুর্বা ঘাস হয়ে।
ভোরের শিশিরে স্নান শেষে সূর্যোদয়ের আলোয় ঝলমলে হইতে চেয়েছিলাম।
হয়তো-বা অযত্নে অবহেলায় বেঁচে থাকতাম কয়েক যুগ কিংবা কয়েক শতাব্দী,
অথবা খাদ্য হইতাম কোন এক তৃণভোজী প্রানীর
তাতেও আফসোস ছিল না বিন্দুমাত্র।