এলে অবেলায়, ফিরে যাও তুমি,
খানিক বাদে নেমে আসবে ঘোর অন্ধকার।
সন্ধ্যালোকে হতে পারে সাপ বেঁজির তুমুল লড়াই
আধো আলোতে কে কোথায় ছোবল
কিংবা থাপ বসাবে বোঝা দায়,
হয়তোবা কেউ কেউ কাল প্রভাতে বোবা প্রাণীর
নিথর দেহ দেখে করতালিতে উঠবে মেতে।
কঠোর পরিশ্রমী পিপীলিকা ফিরবে
অনেকটা শূন্য হাতেই,
বড়জোর একবেলার আহার নিয়ে।
রাজহাঁস গুলো সন্তরণ শেষে
পালক হীন হয়ে ফিরবে ঘরে।
খিড়কির ওপাড় থেকে ভেসে আসবে
স্বার্থবাদী মাতালের হাঁক,
আর আমরা বোতল দেখেই হবো মাতাল।
জানি,এসব দেখে বারুদ বাদেই উঠবে জ্বলে
বোমা হাতে উড়িয়ে দিতে চাইবে ওদের আস্তানা
কিন্তু ততক্ষণে ওরা পাড়ি জমাবে বেগম পাড়ায়
তোমার বোমার আঘাতে মরে যেতে পারে
বনের নিরীহ অবুঝ প্রানীগুলো।
তোমাকে পাকড়াও করতে ব্যস্ত হয়ে উঠবে
তোমারই বন্ধু, নিরীহ প্রানী মারার অপরাধে
তখন কিন্তু বেছে নিতে হবে প্রফুল্ল চাকীর পথ।