লালচে রঙের উঁচু পাহাড় দুটো
আমারই হওয়ার কথা ছিল।
দুটো পাহাড়কে ঘিরে কত স্মৃতি জমা!  
এখনো উঁকি দেয় দূর থেকে।
বারবার হাত বুলিয়ে রাখতাম পাহাড় দুটো কে!
কখনো ভাবিনি সমতলের রূপ নেবে
কিংবা ঢালু হয়ে গড়িয়ে পড়বে।  
পাহাড় বেয়ে চূড়ায় ওঠে সাগর দেখতাম
সাগরের কি উত্তাল ঢেউ!
আমাকে দেখে পূর্ণ যৌবনা হয়ে উঠতো
ফেনা গুলো পাড়ে এসে জমে থাকতো,  
তখনও পাহাড়ে জুম চাষে ব্যস্ত থাকতাম।  
ঘোলা জলে লুকিয়ে থাকতো
লক্ষাধিক জলজপ্রানী,
নিজেরাই যুদ্ধ বাঁধিয়ে খুনাখুনি করতো,
বেঁচে থাকতো দু'একজন
কিংবা সকলেই মারা যেত।
সাগর পাড়ে তখন রক্ত স্রোত হতো,
কিন্তু তখনও পাহাড়ে জুম চাষে ব্যস্ত থাকতাম।
পাঁচ ছয় দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে
সাগর আবারও উত্তাল হতো
কিংবা নিম্নচাপের রূপ নিতো,
১০নং মহাবিপদ সংকেত দেওয়ার সময়ও
১৭১ কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড়ে
ঘমাক্ত শরীর নিয়ে সাগর স্নানে নামতাম
সাগর শান্ত হয়ে যেত।
সেদিন বুঝেছি পাহাড় দুটো না,
সাগরের সাথেই আমার প্রণয়।
তারপরও লালচে রঙের উঁচু পাহাড় দুটো কে
আমারই করতে চেয়েছিলাম।