খোরশেদ আলম বিজয়

মোবাইল তুমি পৃথিবীর সেরা
আজব আবিষ্কার ।
মোবাইল তুমি বিশ্বটাকে
হাতের মুঠোয় দিয়েছো সবার ।

মোবাইল তুমি যোগাযোগের
উন্নত প্রক্রিয়া ।
তোমার জন্য তরুণ-তরুণেরা
নির্বিঘ্নে করছে বিয়া ।

মোবাইল তুমি পকেট কাটার
উন্নত এক যন্ত্র ।
যুবক মনটা ভেঙে ফেলার
নানান কু-মন্ত্র ।

মোবাইল তুমি সন্ত্রাসীর  ,
নতুন কালেক্টর  ।
মোবইল তুমি সবার কাছে,
কে-বা ধনী, কে-বা গরীব, কে-বা জজ-ব্যারিষ্টার ।

মোবইল তুমি মা-বাবার
কেড়েছো নয়নের ঘুম,
মোবাইল তুমি বাড়িয়ে দিয়েছো ,
সন্ত্রাস, চাদাবাজি – গুম ।

মোবইল তুমি যোগ হয়েছো
ইন্টার নেটের সাথে
যুবক-যুবতীর ঘুম কেড়েছো
নগ্ন সিনেমাতে ।

মোবাইল তুমি ব্যাবসায়ীর
নতুন দিগন্ত ।
মোবাইল তুমি খুলে দাও
সকল দ্বার প্রান্ত ।

মোবাইল তুমি সবার মাঝে
ছড়িয়ে খনিক আশা ।
মোবাইল তুমি অপকার করছো
কেড়ে নিয়ে চোখের ভাষা ।

মোবাইল তুমি মিথ্যা বলার
দারুণ আবিষ্কার  ।
কেড়ে নিয়েছো সত্য কথা
কেড়েছো ন্যায়-বিচার ।

মোবাইল তোমার জন্য আজ
ঘটছে দুর্ঘটনা ।
মোবাইল তুমি করছো কত-শত
মিথ্যা সংবাদ কু-রটনা ।

আমরা সবাই মুক্তি চাই
সুখ-শান্তি চাই অনাবিল ।
তুমি কী ? পারবে ছাড়াতে মোদের
হে আজব মোবাইল ?